মহান বিজয় দিবস উপলক্ষে খুলনার বটিয়াঘাটায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বুজবনিয়া খেয়া ঘাট বাজার, বটিয়াঘাটা, খুলনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনে আগত সাধারণ মানুষের সব ধরনের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করে জানানো হবে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানবিক সেবার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্পেইনটি আয়োজন করেছে স্বপ্নচূড়া যুব সংগঠন। আয়োজকরা স্থানীয় জনগণকে নির্ধারিত দিনে উপস্থিত থেকে এই সেবার সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
