সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের লক্ষ্যে সকল প্রাক-প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে কেন্দ্রীয় কমিটির একটি আংশিক তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় কমিটির কাঠামো
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ একটি ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করতে যাচ্ছে। কেন্দ্রীয় কমিটির পদসমূহ নিম্নরূপ:
চেয়ারম্যান
কো-চেয়ারম্যান
সিনিয়র ভাইস চেয়ারম্যান
ভাইস চেয়ারম্যান
নির্বাহী পরিচালক
সহকারী নির্বাহী পরিচালক
পরিচালক (এডমিনসহ অন্যান্য পরিচালক)
উপ-পরিচালক
সহকারী উপ-পরিচালক
প্রতিটি জেলার জন্য জেলা কো-অর্ডিনেটর
সহকারী জেলা কো-অর্ডিনেটর
সম্মানিত কেন্দ্রীয় সদস্যবৃন্দ
অংশগ্রহণ ও প্রয়োজনীয়তা
উল্লেখ্য, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ ১৬ বছর অতিক্রম করে ১৭ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ পথচলায় সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন একান্তভাবে প্রয়োজন হয়ে পড়েছে। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই প্রক্রিয়ায় সংগঠনের বিদ্যমান সকল কমিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশের সাধারণ নাগরিকগণ যোগ্যতা ও আগ্রহের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটিতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
সিস্টার কনসার্ন ও চলমান সেবা কার্যক্রম
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ-এর সিস্টার কনসার্নসমূহের মাধ্যমে দেশের প্রতিটি জেলায় আদালতভিত্তিক লিগ্যাল সাপোর্ট সেন্টার ইতোমধ্যে চালু করা হয়েছে। এসব সেন্টারের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষ আইনি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন।
প্রতিটি অফিসে সুবিধাবঞ্চিত মানুষের জন্য রয়েছে:
পারিবারিক সালিশের মাধ্যমে আপোষ ও মীমাংসা সেবা
দাম্পত্য, পারিবারিক ও সামাজিক বিরোধে শান্তিপূর্ণ সমাধান উদ্যোগ
জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী সাধারণ জনগণের নথিপত্র পর্যালোচনা
দলিল, খতিয়ান, নামজারি ও দখল সংক্রান্ত বিষয়ে প্রাথমিক পরামর্শ প্রদান
এছাড়াও সংগঠনের উদ্যোগে মানবাধিকার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে:
জিরো আওয়ার টিভি (অনলাইন নিউজ প্ল্যাটফর্ম)
সার্চ মানবাধিকার বার্তা (অনলাইন নিউজ পোর্টাল)
নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয় কমিটির স্বায়ত্তশাসন
বর্তমানে চলমান বিভাগীয়, জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি থেকে যারা কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হবেন, তাঁদের দ্বারা নিজ নিজ স্থানীয় কমিটির ওপর কোনো ধরনের ক্ষমতা অর্পণ বা প্রভাব বিস্তার করা হবে না। স্থানীয় কমিটিগুলো তাদের সাংগঠনিক কাঠামো অনুযায়ী স্বতন্ত্রভাবে পরিচালিত হবে।
কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর, সকল কেন্দ্রীয় সদস্য সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
মেয়াদ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধান
এই কেন্দ্রীয় কমিটি আগামী ৫ (পাঁচ) বছরের জন্য গঠিত হবে। তবে সংগঠনের সংবিধান অনুযায়ী প্রয়োজনে কমিটি বিলুপ্ত, সংশোধন বা পুনর্গঠনের ক্ষমতা কেন্দ্রীয় কমিটির থাকবে।
রাষ্ট্রদ্রোহ, সমাজবিরোধী কার্যক্রম, দুর্নীতি বা সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যা জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির সম্মিলিত অনুমোদনের মাধ্যমে কার্যকর হবে।
ওয়েবসাইট ও সদস্য ফরম
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় ওয়েবসাইট ইতোমধ্যে হালনাগাদ করা হয়েছে। আগ্রহী ব্যক্তিবর্গ ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত সদস্য ফরম পূরণ করতে পারবেন।
মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই যাত্রায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে
কেন্দ্রীয় কমিটি
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষনা
